মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবন ব্যুরো প্রধান:
বান্দরবানের রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফ’র একটি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। ওই আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র গোলাবারুদ সরঞ্জাম। আজ রবিবার বেলা ১১ টার দিকে সেনাবাহিনী ওই আস্তানায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পাল্টা আক্রমণের মুখে পড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সশস্ত্র সংগঠ কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ’র ৩ সদস্য মারা যায়। এরা তিনজনই ইউনিফর্ম পরা অবস্থায় ছিল। তাদের পোশাকে কেএনএ লেখা রয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায় মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফ’র একটি আস্তানায় সদস্যরা জড়ো হয়েছে এমন সংবাদের পর সকালে সেনাবাহিনীর টিম ওই আস্তানা ঘেরাও করে সকালে অভিযান চালায়। এ সময় দু পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর ওই আস্থানা থেকে ৩ কেএনএ সদস্যের ইউনিফরম পড়া লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই স্থান থেকে অস্ত্র গোলা বারুদ সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।
এ ঘটনার পর মুন্নুয়াম পাড়া থেকে লোকজন আতঙ্কে সরে গেছে। ওই এলাকায় সন্ত্রাসীদের খোঁজে সেনাবাহিনী বর্তমানে তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য গত কয়েক মাস ধরে কেএনএফ’র তৎপরতা কিছুটা কমে আসলেও বেশ কিছুদিন ধরে এই সশস্ত্র সংগঠনটি সদস্যরা আবারও তৎপর হয়ে উঠেছে। সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বর্তমানে রুমা রোয়াংছড়ি ও থানচি এলাকায় অভিযান চালাচ্ছে। এসো এলাকায় পর্যটকদের ভ্রমনে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।