• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা’র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক পরিষদের আলোচনা সভা: পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’র হুঁশিয়ারি বিজয় দিবস উপলক্ষে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ নামে শান্তি চুক্তি হলেও এই চুক্তির মূলে রয়েছে অশান্তি- ইন্জি: থোয়াইচিং মং শাক  খাগড়াছড়ি-২৯৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ১০ আর ই ব্যাটালিয়ন দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ দীঘিনালায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম

ধর্মীয় বৈচিত্র মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিবেন – কর্নেল একরামুল রাহাত

রাঙ্গামাটি প্রতিনিধি: / ৪৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

শিক্ষার্থীদের সার্বজনীন মূল্যবোধের গুরুত্ব শিক্ষা দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত বলেন, রাঙ্গামাটিতে যে, ধর্মীয় বৈচিত্র রয়েছে সেটাকে মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিবেন। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে সকল ধর্মের মানুষের সাথে পাশাপাশি, মিলেমিশে বসবাস করতে পারে। শিক্ষার্থীদের এমন শিক্ষা দিবেন যাতে কোন ধরনের ধর্মীয় ভেদাভেদ তৈরি না হয়। তারা একসাথে থাকতে পারে এবং সকলের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসার অসহায় গরীব ও এতিম ছাত্রদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙ্গামাটি সদর জোন)-এর উদ্যোগে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে রাঙ্গামাটিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। গত সপ্তাহে রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়নের চেলাছড়াতে দুই শতাধিক শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ এবং শিশুদের জন্য খেলাধুলার সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা হয়।

তিনি আরো বলেন, বর্তমানে পানছড়িতে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে এবং ডিসেম্বর মাসজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন বলেন, মাদরাসার জন্য কার্পেটের খুবই প্রয়োজন ছিল। এতিম ও অসহায় ছাত্রদের কষ্টের কথা বিবেচনা করে শীতবস্ত্র ও কার্পেট হাদিয়া করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা চির কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন, মোঃ রমজান উদ্দিন। হাফেজ আরিফুল ইসলামের সঞ্চালনায় দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ