মাদারীপুর জেলার কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ চান্দু ভুইয়া-(৪২)নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
আজ (৩০/০৮/২১) সোমবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এ ঘটনা ঘটে।
এলাকা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামের মোঃ হাসু ভুইয়ার ছেলে মোঃ চান্দু ভুইয়া মিয়ারহাট বাজারে পাট বিক্রি করে নিজ বাড়িতে রওনা দেন। এসময় পূর্বে ওৎ পেতে থাকা ফয়সাল, রাসেল, ফিরুজসহ ৮/১০ জন মিলে চান্দু ভূইয়াকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় । পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী আহত চান্দু ভুইয়া বলেন, আমাদের এলাকার আপাংকাজি ও কবির খার দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। আমি এ দ্বন্দ্বে জরিত নেই। তার পরেও আজ সকালে আমি মেয়ারহাটে পাট বিক্রি করে বাড়িতে রওনা দিলে পথি পধ্যে কবির খার গ্রুপের ফয়সাল, রাসেল, ফিরুজসহ ৮/১০ জন মিলে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমাকে হত্যার চেষ্টা করে।
আহত চান্দু ভুইয়ার স্ত্রী মোসাঃ সোমেলা বেগম বলেন, আমার স্বামীরে নিয়া ওরা মাইরা ফেলতে চাইছিলো। তাই আমি ওদের বিরুদ্ধে থানায় মামলা করবো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, দীর্ঘ কয়েক বছর যাবত আপাং কাজী এবং কবির খার মাঝে স্থানীয় ক্রন্দল চলে আসছে। এ নিয়ে কালকিনি থানায় দুই পক্ষেরই আলাদা আলাদা একাধিক মামলা রয়েছে।
এ সময় প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায় নি।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।