শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মহালছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম(রফিক) এর শ্রদ্ধা নিবেদন।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) রাত ১২.১ মিনিটে মহালছড়ি থানা পুলিশের পক্ষে শহীদ মিনারে পুস্প অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
পুস্প অর্পন ও শ্রদ্ধা নিবেদন শেষে থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৫২ সালের এই দিনে অর্জন করি মাতৃভাষা স্বাধীন ভাবে কথা বলার অধিকার।
এসময় থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।