• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩ দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন সারাদেশে ন্যায় বাঘাইছড়িতে বিএনপির সদস্য নবায়ন শুরু আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র দীঘিনালায় ছাত্র লীগের নেতা গ্রেপ্তার পদ্মায় ধরা পড়লো ২০ কেজির বাঘাইড় মাছ গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজস্থলী উপজেলার ওগাড়ী পাড়া থেকে হাতি শাবক উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের আবৃত্তি প্রতিযোগিতা শুরু গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরে মহা মাঙ্গলিক উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব ত্রিবেণী লেডিস ক্লাব কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

গোয়ালন্দের কৃতি সন্তান মুহাম্মদ আশরাফুল ইসলামকে সংবর্ধন

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী: / ৫৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

 

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ উপজেলাঃ
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আশরাফুল ইসলামকে গোয়ালন্দ প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুহাম্মদ আশরাফুল ইসলাম বর্তমানে দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর হিসাবে কর্মরত রয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় । আয়োজকরা জানান, মুহাম্মদ আশরাফুল ইসলাম তার কর্মদক্ষতা ও সাংবাদিকতার মাধ্যমে জাতীয় পর্যায়ে সম্মান অর্জন করেছেন, যা গোয়ালন্দবাসীর জন্য গর্বের বিষয়।
প্রেস ক্লাবের আহবায়ক গণেশ পালের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ কেএ মুহিত হিরা, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যাপক আমিনুল ইসলাম লিন্টু, প্রফেসর আব্দুল আওয়াল, গোয়ালন্দ উপজেলা যুব দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান মৃধা, সদস্য জহুরুল ইসলাম হালিম, আমিনুল ইসলাম রানা সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ