বান্দরবানে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন- আধিপত্যবাদ ও ভারতীয় দালালদের হুশিয়ারী,
‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে -৬ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির, বান্দরবান জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশী ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম বলেছেন, অতীতে শত জুলুম নির্যাতন করেও ছাত্রশিবিরের অগ্রযাত্রা ফ্যাসিবাদী শক্তি রোধ করতে পারেনি। বাংলার জমিনে আধিপত্যবাদ ও ভারতীয় দালালদের স্থান হবে না। তিনি বলেন, শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না, ফ্যাসিবাদের মূল শিকড় আওয়ামীলীগকেও নিষিদ্ধ করতে হবে। বান্দরবান জেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২৪এর গণঅভ্যুত্থানে হত্যাসহ বাংলাদেশে সকল হত্যাকান্ডের বিচার হবে।
র্যালীতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকা থেকে ফেস্টুন ও প্লেকার্ড হাতে ছাত্র শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়।