রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত
বান্দরবান পার্বত্য জেলায় নবগঠিত বিএনপির কমিটিতে সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজা’কে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে রুমা উপজেলা বিএনপি।
৬ ই ফেব্রুয়ারী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
বান্দরবান জেলায় নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর রুমা উপজেলায় দ্বিতীয়বারের মতো এই আনন্দ মিছিল ও মিষ্টির বিতরণ হলো।
এতে নেতৃত্ব দেন,বিএনপি’র নেতা মোঃ ইদ্রিছ মিয়া, ক্যউসিং মার্মা , উচ্চমং মার্মা , ভানরৌপুই বম ও নারী নেত্রী লালকুং বম।