উপজেলা সংবাদদাতাঃ খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-প্রচার সম্পাদক মো: হেলাল (২৬) কে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।
৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মাইসছড়ি ইউপির নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত ছাত্রলীগ নেতা মোঃ হেলাল(২৬) মাইসছড়ি ইউপির নুনছড়ি গুচ্ছগ্রাম এলাকার মোঃ শহীদ এর ছেলে। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা সহ মাদক সেবনের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, মো: হেলাল এজাহার ভুক্ত আসামী, তার বিরুদ্ধে বেশ কটি অভিযোগ রয়েছে, বিশেষ অভিযানে তাকে আমরা আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।