শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
দীর্ঘ ১২ বছরের ও অধিক সময় পরে গণতান্ত্রিক উপায়ে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি গঠিত হয়েছে, মহালছড়ি উপজেলা মাছ বাজারের দ্বিতীয় তলায় সন্ধ্যায় বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বাজার ব্যবসায়ীদের আলোচনা সভার সভাপতিত্ব করেন ডাঃ স্বপন চক্রবর্তী।
এ সময় বিগত কমিটির সভাপতি সুনীল দাস সভার শুরুতে দায়িত্ব ও হিসাব হস্তান্তর করেন সভার সভাপতির নিকট। এবং দায়িত্ব হস্তান্তর পরবর্তী সামনের দিন গুলোতে মহালছড়ি বাজারকে কিভাবে আরো উন্নত আর্দশ মানের বাজার করা যায় এ বিষয়ে গঠন মূলক আলোচনা করা হয় এবং আলোচনা শেষে সভার সভাপতি গঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
নব গঠিত কমিটিতে ডাঃ প্রদীপ চৌধুরীকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন মোঃ ফখরুল ইসলাম সহ-সভাপতি, মোঃ ইউসুফ আলী সহ সাধারণ সম্পাদক, মোঃ নুরুল ইসলাম কোষাধ্যক্ষ সহ সম্মানিত সদস্য হিসেবে বাবু বাদল বিশ্বাস, বাবু লালু বনিক,মোঃ আশিক তালুকদার, বাবু আলুং রাখাইন, মোঃ ইকবাল হোসেন,বাবু পলাশ ধর, মোঃ সেলিম উদ্দিনকে নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বক্তব্যকালে বলেন আজকে যারা এ কমিটিকে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত করেন তাদের প্রতি কৃতজ্ঞ আমি, আপনারা নতুন কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা করবেন সেই সাথে আজকের সভায় নবগঠিত কমিটির প্রতিটা সদস্যের কাছে আমার একটা অনুরোধ আপনারা নিয়মিত বাজার মনিটরিং করবেন। কোনো অসাধু ব্যবসায়ীর স্থান এই বাজারে দেবেন না। দ্রব্য মূল্যর সঠিক দাম দিয়ে ক্রেতাদের নিকট বিক্রয় করবেন। সেই সাথে বাজারে যাতে কোন কু-চক্র মহল নিজেদের ফায়দা লুটতে না পারে ও অপ্রীতিকর ঘটনা না ঘটনায় সে সকল বিষয়ে সজাগ থাকবেন।