• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে- ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে ব্যতিক্রমি আয়োজন:  ৪৫ জন জীবন্ত মায়ের পুজা ও আরাধনা 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ২৩৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)
প্রতিনিধি: জন্মদাত্রী মায়ের প্রতি কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, মমতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই চন্ডমুন্ডা দেবী মা কালিকে আরাধনা করার প্রত্যয় নিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী রাইখালী শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে  জন্মদাত্রী জীবন্ত মায়ের পূজা করেছেন তাদের সন্তানেরা।
ব্যতিক্রমী এ পূজায় বিভিন্ন বয়সের ৪৫ জন  সন্তান পরম শ্রদ্ধা আর ভালোবাসায়  তাদের নিজ হাতে জন্মদাত্রী  মায়ের পা ধুয়ে মুছে দেয়। এরপর ধুপ-দীপ জ্বালিয়ে ফুল ও প্রসাদ সাজিয়ে মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের পূজা করেন। পূজা শেষে নিজের হাতে মায়েদের মুখে প্রসাদ তুলে দেন সন্তানেরা। মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত দিয়ে পরান ভরে আশীর্বাদ করে সন্তানের মুখে প্রসাদ তুলে দেন।

দীপাবলী উৎসব ও শ্যামা পুজা উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন  বুধবার (৩০ অক্টোবর)  সন্ধ্যা সাড়ে ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত এই পুজা ও আরাধনা করা হয়।
মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা: নারায়ন চন্দ্র দাশ এই  আয়োজনের  উদ্বোধন করেন।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু জানান,  শৈশব থেকেই যদি সন্তানদের নীতি শিক্ষার মাধ্যমে মা-বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তির শিক্ষা দেয়া যায় তবে ভবিষ্যতে আর কোন পিতা-মাতাকে বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র হবে না। এই চিন্তাবোধ থেকে  এই জীবন্ত মাতৃ পূজার আয়োজন করা হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই, কখনো সন্তানরা মায়ের ঋণ শোধ করতে পারবেন না। তাই কিছুটা  হলেও মায়ের ঋণ শোধ করতে এবং মা – ছেলের মধ্যে ভালোবাসার সম্পর্ক অটুট রাখতে আজকে এই আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ