• রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জুমের ফসলের ঘ্রাণ ছড়াচ্ছে পাহাড়ে, চলছে নবান্নের প্রস্তুতি খাগড়াছড়িতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত  বেলকুচিতে গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত পানছড়িতে শনটিলা ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়পিলাকে নাইট শট পিস ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার দ্বি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় ডিকেআইবি নির্বাচনে সভাপতি রুপন দে ও সম্পাদক আমির হোসেন কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে হত্যা মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার হালদা পাড়ে বিকল্প কর্মসংস্থানে রামগড়ে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ ওয়ার্কশপে মহাপরিচালক -জিল্লুর রহমান “হালদা নদীর সুরক্ষা ও সংরক্ষণ আমাদের জাতীয় দায়িত্ব” পানছড়িতে জামায়াতে ইসলামীর সুধী ও কর্মী সমাবেশ মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার এইচপিভি টিকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা, সার্ভারে ধীরগতি!

বড়পিলাকে নাইট শট পিস ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল আলী, দৈনিক পার্বত্য কন্ঠ  / ৬১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

আব্দুল আলী, দৈনিক পার্বত্য কন্ঠ 

গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠে নাইট শটপিস ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫অক্টোবর) রাত ৮টায় বড়পিলাক বাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে,স্পেশাল গেষ্ট হিসেবে উপস্থিত ছিলেন,২০ ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি জোন উপ-অধিনাক মেজর জুনায়েদ বিন কবির।প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো.সোহাগ। বিশেষ অতিথি ছিলেন,গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউছুফ,সাধারণ সম্পাদক আরমান হোসেন,সাংগঠনিক সম্পাদক মো.আইয়ুব আলী ডালিম প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,বড়পিলাক ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত এবং সাখাওয়াত হোসেন নার্সারির সৌজন্যে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করে।ফাইনাল ম্যাচটি বড়পিলাক একাদশ বনাম হাতিমুড়া আরাফাত রহমান কোকো দলের মধ্যে অনুষ্ঠিত হয়।নির্ধারিত ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে বড়পিলাক একাদশ ৮৬ রান তুলে।খেলায় বিজয়ী দল হাতিমুড়া আরাফাত রহমান কোকো দলের ব্যাটসম্যানরা ৮৬ রান টপকিয়ে ৫ উইকেটে বিজয়ী হন। ম্যান অব দ্য ম্যাচ হন মো.আলী।সেরা উইকেট শিকারী মো. আলী,ম্যান অব দা টুর্ণামেট হন মো. হামিদ। ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান,এই প্রথম গুইমারা উপজেলায়,নাইট শট পিস ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।খেলার মাধ্যমে সমাজ থেকে মাদক সহ সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই আয়োজন।প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।মানুষ ম্যাচটিকে আগ্রহের সাথে উপভোগ করেছে।ধারাবাহিকভাবে খেলারটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।উল্লেখ্য ৫ সেপ্টেম্বর ২০২৪ শুরু হওয়া ম্যাচটি ২৫ অক্টোবর২০২৪ ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ