জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যতিক্রমি এক উদ্যোগ গ্রহন করেন। ব্যাটালিয়ন সদরসহ ১৫ টি বিওপি’র পক্ষে ১০০ হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
১৫ আগস্ট সকাল ১১টায় বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে অসহায় এসব মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ এর পক্ষে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুবেদার ইব্রাহিম, নায়েক সুবেদার আব্দুল লতিফ।
এছাড়াও ব্যাটালিয়নের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ।