নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাদেবীর বোধন, ষষ্ঠী, সপ্তমী, সন্ধি, অষ্টমী ও নবমী পুজা।তবে ৫ আগস্টে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এবছর পুরো জেলায় অন্তত ৯৫ টি মণ্ডপে হচ্ছে না শারদীয় দুর্গোৎসব এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পূজা উদযাপন পরিষদ।
আয়োজকরা জানান, এবছর জেলায় ৪৬৫টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দেবী দুর্গাপুজা।গত বছর জেলায় অনুষ্ঠিত হয় ৫৬০ টি পুজা।এবারের দুর্গা পুজোতে সাজসজ্জা ও বাদ্যবাজনার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায় ভক্তদের উপস্থিতি গেল বছরের তুলনায় অনেক কম। ফলে পুজোতে ভক্তদের যতটুকু আনন্দ পাবার তা এবছর অধরাই রয়ে গেল।
শুক্রবার সকালে জেলা শহরের বড়বাজারের মাতূসংঘ ও বটতলা কালী মন্দিরে পুজায় ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না। এজন্য উপস্থিত নেতাকর্মীসহ ভক্তদের মনে এক চাপা অশান্তি বিরাজ করছে।
দায়িত্বরত আনসার ভিডিপি জানিয়েছেন, জেলা শহরের প্রতিটি মণ্ডপে ৮ জন আনসার ভিডিপি নিয়োগ করা হয়েছে। এছাড়াও টহলরত অবস্থায় রয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানিয়েছেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন,গেল বছরের বন্যায় ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এ বছর জেলা জুড়ে পুজার আয়োজন করছেন না অনেক আয়োজক।