• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কাপ্তাই সেনা জোনের আয়োজনে শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন বান্দরবান জেলার আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা ও  সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত বান্দরবানে রাবার বাগান মালিকদের  মানববন্ধনে খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন  বিদ্যুৎ চুরিতে বাধা দেয়ায় সোনাগাজীতে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা দৌলতদিয়া নৌ-পুলিশের অভিযানে চব্বিশ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার লালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত মোল্লাহাটে মহান বিজয় দিবস সহ প্রশাসনের বিভিন্ন সভা অনুষ্ঠিত লংগদুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনের দাবি আইন শৃঙ্খলা সভায় আগামী ২৮ ডিসেম্বর পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা উৎসব বোয়ালখালী বাজার ব্যবসায়ী নির্বাচন স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে বন্যার্তদের এক টাকায় বাজার দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ২২২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ছোটন বিশ্বাস বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সাম্প্রতিক চতুর্থ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় হাজার পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে দাঁড়াতে এক টাকায় বাজার করার সুবিধা দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বুধবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের মাঠে খাগড়াছড়ি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এক টাকায় বাজার কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

এক টাকার বাজার কার্যক্রমের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর সেনা জোনের অধিনায়ক লেফ: কর্নেল আবুল হাসনাত জুয়েল, ৩০বীর খাগড়াছড়ি রিজিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম, রিজিয়নের জিটুআই. মেজর  মোঃ জাবির সোবাহান মিয়াদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী বৃন্দ।

উদ্বোধন কালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন ,‘ বন্যা দুর্গত স্বল্প  আয়ের মানুষ সাধারণত বাজার থেকে উচ্চমূল্যে জিনিসপত্র কিনতে পারেন না তাদের সহায়তা করার জন্য মূলত এই ধরনের বাজারের উদ্যোগ নেয়া হয়েছে। বাজার থেকে একজন ক্রেতা মাত্র ১ টাকায় এক হাজার টাকা মূল্যের ভোগ্যপন্য কিনতে পারবেন। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রিজিয়ন কমান্ডার। এছাড়া ১০টি বন্যা দুর্গত পরিবারকে পুর্নবাসনের জন্য নির্মাণ সামগ্রী ও গবাদিপশু দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন

বর্তমান বাজার পরিস্থিতি ও বন্যার্তদের কথা বিবেচনা করে হতদরিদ্রের মাঝে বিনা স্বার্থে মাত্র এক টাকার বিনিময়ে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য বিক্রয় করার উদ্যোগ নিয়েছেন। যা সত্যিই মানবিক এবং প্রশংসনীয়।

“এক টাকার বাজার” থেকে বন্যা দুর্গত একজন ক্রেতা এক টাকায় চাল,মুরগী,মাছ ,পেঁয়াজ ,ডাল,তেলসহ ১৯টি ভোগ্যপন্যের মধ্যে ৭টি পন্য প্রয়োজন অনুসারের ক্রয় করতে পারবেন।

এক দিনের এই বাজার থেকে স্বল্প আয়ের ৫শ মানুষ তাদের ভোগ্যপণ্য ক্রয় করেছেন। এমন উদ্যোগে খুশি তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ