• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রুমায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত,২ আহত- ৪ বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার

বিদ্যুৎ চুরিতে বাধা দেয়ায় সোনাগাজীতে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :- / ৬২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে ক্যাবল কানেকশন দিয়ে বিদ্যুৎ  চুরি করছে কয়েকজন যুবদল নেতা। এতে বাধা দেয়ায় উপজেলা কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ভোরবাজার সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দেন আহত করিম উল্যাহ (৪০)।

জানাগেছে, সম্প্রতি উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এবং সুলতানপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে ক্যাবল কানেকশন দিয়ে বিদ্যুৎ  চুরি করে আসছে যুবদল নেতা শাহ নেওয়াজ(৩৮) ও স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুদ্দিন ফারুক(৩৬) । এতে বাধা দেয় উপজেলা কৃষকদলের ক্রীড়া সম্পাদক করিম উল্যাহ। বুধবার সকালে এসব কানেকশন বিচ্ছিন্ন করে দেয় উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম।  এতে ক্ষিপ্ত হয়ে সকালে ১১টার দিকে ভোরবাজার সিএনজি স্ট্যান্ডে করিমের উপর হামলা করে  শাহ নেওয়াজ ও তার চাচা হক সাহেব।
এ ঘটনায় থানায়  শাহনেওয়াজ, ফখরুদ্দিন ফারুক, হক সাহেব ও আরমানের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেন আহত করিম উল্যাহ।

বাদী জানান,  বিদ্যুৎ চুরির চেষ্টাকালে বাধা দেয়া ও ডিজিএমকে টেলিফোন করায় ফারুকের নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা – চাপাতি দিয়ে কুপিয়েছে শাহ নেওয়াজ ও হক সাহেব।
অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবকদল নেতা ফখরুদ্দিন ফারুক বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম,  হামলাকারী ও আহত ব্যক্তি কারো সাথে আমার সম্পর্ক নেই।

এ ব্যাপারে শাহ নেওয়াজ জানান, ডিজিএমকে টেলিফোনের করার বিষয়ে জানতে চাওয়ায় করিম তার উপর হামলা করেছে।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলাই মিত্র জানান, কিছুদিন যাবৎ নবাবপুরের কয়েকটি স্থানে সঞ্চালন লাইনে অবৈধ  সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরি করে আসছে দুর্বৃত্তরা।  বুধবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে,  জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, আহত করিম উল্যাহ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এজাহার দিয়েছেন।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ