• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন  বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন  পার্বত্য চট্টগ্রামে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ৮ টফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা বিতরণ ঢাকা মহানগরে পিসিসিপি আংশিক কমিটির আত্মপ্রকাশ দুই মাসের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

দীঘিনালায় অগ্নিকান্ডে নিঃস্ব তিন ভাই-বোন   

এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)। / ১৩৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তিন ভাই-বোনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল রবিবার বিকাল সোয়া তিনটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যে বোয়ালখালীর ব্রিকফিল্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিন ভাই-বোনের নগদ টাকাসহ বসতবাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর, সাহেরা বেগম ও মো. আলম জানান, আমরা তিন-ভাইবোন একই বসতবাড়িতে আলাদা আলাদা কক্ষে বসবাস করতাম। গতকাল বিকালে  অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা ও আসবাবপত্রসহ আমাদের  বসতবাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বসতবাড়িতে থাকা কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।

অগ্নিকান্ডে তিন ভাই-বোনের ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে দীঘিনালা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ