এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তিন ভাই-বোনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল রবিবার বিকাল সোয়া তিনটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যে বোয়ালখালীর ব্রিকফিল্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিন ভাই-বোনের নগদ টাকাসহ বসতবাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর, সাহেরা বেগম ও মো. আলম জানান, আমরা তিন-ভাইবোন একই বসতবাড়িতে আলাদা আলাদা কক্ষে বসবাস করতাম। গতকাল বিকালে অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা ও আসবাবপত্রসহ আমাদের বসতবাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বসতবাড়িতে থাকা কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।
অগ্নিকান্ডে তিন ভাই-বোনের ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে দীঘিনালা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত