আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
সংঘাত ও সহিংসতা নয়, দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের অধীনে গঠিত পিস ফ্যাসিলিটেটর গ্ৰুপ (পিএফজি) আয়োজিত “সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন” সভা ৩০ মে (বৃহস্পতিবার) বিকেলে লাকসামের একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি লাকসাম ইউনিটের পিস এম্বাসেডর মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, নিমাই সাহা, নুরে আলম মানিক, পিএফজি’র নির্বাহী সদস্য আরিফুর রহমান স্বপন, আওরঙ্গজেব খান রুবেল, রতন লাল সাহা, সেলিম চৌধুরী হীরা, গোপাল সাহা, খবির উদ্দিন কিরণ, ইউনুছ মজুমদার, নাজনীন আক্তার নীপা, ইয়ুথ গ্রুপের মহিবুল আলম দোলন, তাসলিমা আক্তার।
এ সময় পিএফজির নির্বাহী সদস্য মো. আহসান হাবীব, উত্তম সাহা বাচ্চু, নাসিমা আক্তারসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রানবন্ত এ সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এরমধ্যে দেশের প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের উপর গুরুত্ব দিয়ে দেশের কল্যাণে বৃক্ষরোপণ কর্মসূচি, মধুমাস উপলক্ষে অস্বচ্ছল, অসহায় মানুষের মাঝে বিভিন্ন ফলমুল বিতরণ এবং লাকসামে শান্তি সমাবেশের উদ্যোগ নিয়েছে পিএফজি।