এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চলমান দুর্যোগ ও ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল বিকেলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে এ প্রস্তুতি গ্রহণ করা হয়। উপজেলার মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া সহ ৫টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নিরাপদ আশ্রয়ের জন্য মোট ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এছাড়াও ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে এবং যেকোনো ধরণের দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের সেবা নিয়ে প্রস্তুত উপজেলা প্রশাসন।
তাছাড়া উপজেলার ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জরুরি আশ্রয়কেন্দ্রে নিরাপদে আশ্রয় নেয়ার জন্য মাইকিং করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, চলমান দুর্যোগ ও ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২১টি নিরাপদ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।