মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
যান চলাচলের জন্য আজ রোববার সকাল ৬টা থেকে খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। খুলে দেওয়ার পর থেকেই উড়াল সড়কে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে।
এ দিন সকাল ৬টা থেকে সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত এই উড়াল সড়কে ২ হাজার ১১৭টি গাড়ি চলাচল করেছে বলে জানিয়েছেন প্রকল্পটি পরিচালক এ এইচ এম সাখাওয়াত আক্তার। তিনি বলেন, পিক আওয়ারে (৮টা থেকে ৯টা) গাড়ির চাপ বেশি ছিল। উড়াল সড়কে বাস কম যাবে কি না- এমন প্রশ্নে সাখাওয়াত আক্তার বলেন, কাকলি মোড়ে বাস নামতে পারবে, মহাখালী বাসস্ট্যান্ডেও নামতে পারবে।
ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে এই কর্মকর্তা বলেন, আমাদের নিজস্ব পর্যাপ্ত জনবল আছে, এছাড়াও ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় কাজ করা হচ্ছে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টায় উড়াল সড়কটির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সড়কের কাওলা অংশ দিয়ে প্রবেশ করে টোল প্রদান করে ফার্মগেট এসে নামেন। এরপর অংশ নেন আওয়ামী লীগ আয়োজিত আগারগাঁওয়ের সুধী সমাবেশে।