মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে চিকিৎসা ও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাকে।
এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালে যান খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার।
তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস,হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এপ্রিলেও এই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল তাকে।
বুধবার সকাল থেকে বুকে ব্যথা অনুভব করায় মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেয়।
সর্বশেষ গত ২৯ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি