• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ডাক্তার রফিকুল ইসলাম গুইমারা উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলো লক্ষীছড়ি উপজেলা প্রশাসন গুইমারায় সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তার মতবিনিময় কাপ্তাই সেনা জোনের আয়োজনে শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন বান্দরবান জেলার আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা ও  সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত বান্দরবানে রাবার বাগান মালিকদের  মানববন্ধনে খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন  বিদ্যুৎ চুরিতে বাধা দেয়ায় সোনাগাজীতে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা দৌলতদিয়া নৌ-পুলিশের অভিযানে চব্বিশ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার লালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

নিজ বন্দুকের গুলিতে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৮১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

পঞ্চগড়ে একটি ব্যাংকে দায়িত্বরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ফিরোজ আহমেদ (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেন ওই কনস্টেবল।

গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ২ টার দিকে জেলা শহরের সোনালী ব্যাংকের ভেতরে এই ঘটনা ঘটে।

ফিরোজ আহমেদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে। চাকরির জন্য তিনি পঞ্চগড় শহরে স্ত্রীসহ বসবাস করতেন।

পুলিশ জানায়, গভীর রাতে অন্য দিনের মতো পঞ্চগড় সোনালী ব্যাংকে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ফিরোজ। একপর্যায়ে নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করেন তিনি। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গুলিটি তার থুতনির নিচ থেকে মাথার উপর দিয়ে বেড়িয়ে গেছে। এর আগে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তাঁকে ঝগড়া করতে দেখেন অন্য পুলিশ সদস্যরা।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মির্জা সাইদুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্যকে হাসাপাতালে আনার আগেই মারা যান। তার থুতনির নিচে ও মাথার উপরে গর্তসহ মারাত্মক জখম হয়েছে। তবে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ