রাজধানীর মতিঝিলে বাসা ভাড়ার টাকা দিতে এসে জেমি পারভিন (৩৭) নামে এক নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে । তিনি সিরাজগঞ্জ জেলার মহিলা লীগের সভাপতি বলে জানা গেছে।
জেমি পারভিন এর ছেলে রাফি হোসেন শুভ জানান, আমরা ধানমন্ডি ৬/এ বাসা নং-৪৭ ভাড়া থাকি। আমার মা জেমি পারভীন সিরাজগঞ্জ জেলার মহিলা লীগের সভাপতি। আজ বিকেল চারটার দিকে ধানমন্ডি বাসার ভাড়া দেওয়ার জন্য আমার মা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৮ নং গেটের পাশে আরিফ গ্রুপ নামে ভবনের সপ্তম তলায় যান। সেখানে ওই বিল্ডিং এর ম্যানেজার আমার মাকে চা নাস্তা পান করালে সে অচেতন হয়ে পড়ে। পরে তারা আমার মাকে বাথরুমে নিয়ে গিয়ে গোপনাঙ্গে ভারী বস্তু দিয়ে আঘাত করে কোন কিছু প্রবেশ করায়। এরপর আমার মাকে শিক্ষা ভবনের সামনের রাস্তায় অচেতন অবস্থায় তারা ফেলে যায়।পরে পথচারী (ঢাবির,কবি সুফিয়া কামাল হলের ছাত্রী) নুসরাত জাহান সুমি আমার মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে রিকশাচালক মুক্তার হোসেন কে সাথে নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমার মাকে ২১২ নং ওয়ার্ডে রেফার্ড করেন। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা আমার মায়ের গোপনাঙ্গ ওয়াশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শামীম ওসমানের ছবি বের করে আনে। বর্তমানে আমার মা আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। তাকে মেডিসিন ভবনের ৭০২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বলেন, অচেতন অবস্থায় একজন মহিলা আমাদের জরুরি বিভাগে এলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পুরো বিষয়টি আমরা শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।