• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতি ভোজ  পরিষদ ভবণ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানিকছড়িতে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে

শেরপুরে বিদায়ী পুলিশ সুপারকে জেলা আওয়ামী লীগের সংবর্ধনা

এফ এম সিফাত হাসান শেরপুর  / ২১০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩

২২ জুলাই শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে শেরপুরের বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ওইসময় হুইপ আতিক বলেন, বিদায়ী পুলিশ সুপার একজন পরিচ্ছন্ন, সাহসী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তার নেতৃত্বে শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। এজন্য তিনি দলমতের উর্ধ্বে সকল শ্রেণিপেশার মানুষের কাছে সমাদৃত হয়ে উঠেছিলেন।

সংবর্ধনাকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

ওইসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু, ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য আসাদুজ্জামান রওশন, আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, রফিকুল ইসলাম, বিনয় সাহা, চন্দন সাহা, বেলাল হোসেন, আবুল হাসেম, শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ