• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত – ৩ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সেনা জোন কর্তৃক অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ বান্দরবানে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি’র ৩ সদস্য নিহত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার লামা বাজার পুকুর সংষ্কার কাজ পুণরায় চালু দাবীতে মানববন্ধন  কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ একজন আটক: মোটরসাইকেল জব্দ রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা কাপ্তাই বিএসপিআই এ ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত সদস্য আটক

শাহীন আহমেদ রাজ, সাভার / ১৩৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

রাজধানী ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৬ জুলাই (রবিবার)সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন,শনিবার গভীর রাতে সাভারের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাদের কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আটক করা হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার তেরশ্রী এলাকার মৃত আব্দুল আজিজ চৌধুরীর ছেলে মো. রাজ্জাক চৌধুরী (৩৮), মাদারীপুরের রাজৈর থানার শংকরদী এলাকার মৃত মফিজ খাঁর ছেলে মো. মাসুদ খাঁ (৪১), জামালপুরের সরিষাবাড়ি থানার পিংনা এলাকার মান্নান মন্ডলের ছেলে মো. হিরা মিয়া (৪১), পটুয়াখালীর দুমকি থানার উত্তর মুরাদপুর এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম মোল্লা ওরফে নজরুল (৫২), টাঙ্গাইলের নাগরপুর থানার আটিয়া উলাইল এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মো. আনিসুর রহমান (৩০)।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, শনিবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি সুইচগিয়ার, ১টি দেশীয় ছোরা, ১টি লোহার তৈরি পাইপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন যাবত দলবদ্ধভাবে ডাকাতি করে আসছিলো। তারা ডাকাতির পাশাপাশি যাত্রীবেশে পরিবহনে উঠে বিভিন্ন নেশাজাতীয় হালুয়া অথবা স্প্রের মাধ্যমে যাত্রীদের অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নিয়ে যায়।

তারা একটি সংঘবদ্ধ চক্র। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সাথে আরও কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ