উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার নদীর পানি বিপৎসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি আরও বেড়ে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি চরের বাসিন্দা। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের মানুষজন বন্যার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে।
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, আজ সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পায়। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। আরও পানি বৃদ্ধি অব্যাহত হতে পারে।
লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা, খুনিয়াগাছ, রাজপুর, আদিতমারী উপজেলার মহিষখোচাসহ হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, তালেব মোড়, ধুবনি, সিংগীমারী, সিন্দুনা, হলদীবাড়ি, পাঠান বাড়িসহ আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যার আশংকা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
পার্বত্যকন্ঠ নিউজ/ এমএস