• রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু) খাগড়াছড়িতে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় মা‌টিরাঙ্গায় সাংবাদিক হাসান আল মামুনের বিরু‌দ্ধে মানববন্ধন মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ রামগড়ে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্মরণে-বরণে মানিকছড়িতে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি) খাগড়াছড়ি: / ১৫৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

মহান স্বাধীন দিবসে সূর্যোদয়ের পর শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ,ক্রীড়ানুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছা বরণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

২৬ মার্চ সকাল ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরীসহ সকল কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শহীদ বেদিতে ধারাবাহিকভাবে পুস্পস্তবক অর্পণ করেন। এর পর সকল শহীদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাও. মো. আহমেদুল হক।
সকাল ৮টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে লাল গোলাপের শুভেচছায় সিক্ত হন বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী রণাঙ্গনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, জাতির পিতা ও স্বাধীনতার পথপ্রদর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখনো যারা মেনে নিতে কষ্ট হয়। সেসব কুলাঙ্গাদের দেশ থেকে চিরতরে বিতাড়িত করা এখন সময়ের দাবী। লাল-সবুজের অর্জিত পতাকার দেশে তাদের থাকার অধিকার নেই। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, সংর্বধনা কমিটির আহবায়ক ও কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, ওসি তদন্ত মো. আজগর হোসেনসহ সকল প্রশাসনিক কর্মকর্তা, আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ