• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রুমায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত,২ আহত- ৪ বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা

মাটিরাঙ্গায় ১৫০ ভুমিহীন-গৃহহীন পাবে জমিসহ সেমি-পাকা ঘর

স্টাফ রির্পোটারঃ / ২১৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৫০ পরিবারের মাঝে জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ প্রদান করা হবে। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত ফাতেমা চৌধুরী।

সোমবার (২০ মার্চ) দুপুর ১ টার দিকে ভূমিহীন ও গৃহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে নির্বাহী অফিসার মিজ নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ জমিসহ ১৫০টি পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ২৭টি, তাইন্দং ইউনিয়নে ২১টি, তবলছড়ি ইউনিয়নে ১৯টি, বড়নাল ইউনিয়নে ১৭টি, গোমতী ইউনিয়নে ১৬টি, বেলছড়ি ইউনিয়নে ১৯টি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ২১টি এবং আমতলী ইউনিয়নে ৯টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের এ উপহার পাবেন।

এর আগে ১ম ও ২য় পর্যায়ে ২১৯টি এবং তৃতীয় পর্যায় ২৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয় বলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান
মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত ফাতেমা চৌধুরী।

অসহায় ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাতিক্রমী উদ্যেগ মন্তব্য করে মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ বুধবার সকাল ১০টার সময় ৪র্থ পর্যায়ের উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ