• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রুমায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত,২ আহত- ৪ বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা

শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির সুফল পাচ্ছি: পার্বত্য মন্ত্রী

স্টাফ রির্পোটারঃ / ১৭২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প -২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ১হাজার ৭৭টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ ও খাগড়াছড়ি জেলায় ৫’শ ১৭জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬মার্চ) সকালে মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সোলার হোম সিস্টেম বিতরণ ও দুপুরের দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলার ৫’শ ১৭জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং গেস্ট অব অনার হিসেবে উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।

বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নাই, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আজ পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি সুফল পাচ্ছি।

এ দিন ভাইবোনছড়া ইউনিয়ন ৬টি ওয়ার্ডে মোট ১হাজার ৭৭টি সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। ১নং ওয়ার্ড ৩’শ ৪৪পরিবার,২নং ওয়ার্ডে ১’শ ৩৯পরিবার,৪নং ওয়ার্ডে ৮১পরিবার,৫নং ওয়ার্ডে ৬৩পরিবার,৭নং ওয়ার্ডে ১’শ ৫৭পরিবার,৯নং ওয়ার্ডে ২’শ ৯৩পরিবারের মাঝে হোম সোলার বিতরণ করা হয়। পরে দুপুরের দিকে খাগড়াছড়ি জেলার বিশ্ববিদ্যালয়ের ৪’শ ৪৫জন ও কলেজ পর্যায়ে ২’শ ৭২জন মোট ৫’শ ১৭জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেমের প্রকল্প পরিচালক ও উপ-সচিব মো. হারুন-অর-রশিদ রশিদ, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর
প্রফেসর মিছবাহুদ্দীন আহমেদ, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম প্রমুখ।

এছাড়াও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা, ভাইবোনছড়া ইউপি’র চেয়ারম্যান সুজন চাকমা, ইউপি সদস্য মংসানু মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ