• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন  বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন  পার্বত্য চট্টগ্রামে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ৮ টফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা বিতরণ ঢাকা মহানগরে পিসিসিপি আংশিক কমিটির আত্মপ্রকাশ দুই মাসের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

মাগুরায় ইউপি চেয়ারম্যান কর্তৃক ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর

মাগুরা সংবাদদাতা / ১৮২৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

আজ ১৩ই সেপ্টেম্বর রবিবার, সকাল আনুমানিক ৯:৩০টায় মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল মান্দারতলা গ্রামের মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার মুন সহ আওয়ামীলীগের আরো ৭/৮ জন কর্মীর বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন রশীদ মুহিতের সর্মথকরা। ভুক্তভোগীরা জানান মূলত রাজনৈতিক রেষারেষি ও‌ প্রতিহিংসার বশবর্তী হয়ে ও ভবিষ্যতে যেন কেউ চেয়ারম্যানের প্রতিদ্বন্দী হিসেবে গড়ে উঠতে না পারে সেজন্য চেয়ারম্যান মুহিতের সমর্থকরা এই ভাঙচুর এবং লুটপাট চালায়। সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেল ঘরের আসবাবপত্র থেকে শুরু করে ঘরের টিন ও বেড়াসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতিসমুহ ব্যাপক ভাংচুর করে ধ্বংস করে ফেলা হয়েছে। মুনের ভাই ইমদাদুল হক জানান হামলাকারীরা শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, তারা রীতিমতো সোনাদানা, নগদ অর্থ সহ আনুমানিক ১ কোটি টাকার সমপরিমাণ লুটপাট ও ভাঙচুর করেছে, এমনকি বাড়ির মেয়েদের গায়েও হাত তুলেছে। ওয়াপদা মোড়ে মুক্তাদির রহমানের কটনমিলেও হামলা চালানো হয় এখানে আসবাবপত্র ও কাঁচামাল ভাঙচুর করা হয় এবং শ্রমিকদের উপর নির্যাতন চালানো হয়। তাছাড়া “মান্দারতলা যুব উন্নয়ন সংঘ” নামে একটি সামাজিক সংগঠনের স্থাপনা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়, যেখানে সন্ধ্যার পরে বাচ্চারা পবিত্র কোরআন শরীফ শিক্ষা নিত । মুহিত চেয়ারম্যানের ভাতিজা এরশাদ মোল্লা ও সুজন মোল্লা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার মুনের মাকে ছেলের ছাত্রলীগের রাজনীতি না করার জন্য শাসান। মুঠোফোনে হুমায়ুন রশীদ মুহিতের সঙ্গে আলাপকালে তিনি জানান ” ওয়াপদা বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ নিয়ে ঠিকাদারদের সঙ্গে বাকবিতন্ডা হলে, একপর্যায়ে অভিযোগকারীরা যাত্রী ছাউনি নির্মাণের কাজ বন্ধ করে দেয়, সেজন্য এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।” এদিকে সাধারন মানুষ মনে করে ঘটনা যায় হোক একসাথে বসে সমস্যার সমাধান করা উচিত ছিল। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ