গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ ফলজ,বনজ, ভেষস বৃক্ষ রোপন করার নির্দেশ প্রদান করেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভার এর দিক নির্দেশনায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা বুধবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক, ফলজ, বনজ ও ভেষস বৃক্ষ রোপন করেন।
বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রাজবাড়ি জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো: বাবু মন্ডল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আরমান আহমেদ, রোভার মেট ফজলে রাব্বি রোহান, মো: জয়নাল শেখ, সিনিয়র রোভারমেট ( গার্ল-ইন রোভার) মোছা: সুমাইয়া আক্তার, রোভার মেট ( গার্ল-ইন রোভার) মোছা: তনিমা আক্তার, মো:শরিফা শিকদার, মোছা: শ্যামলী আক্তার, মোছা: রিমা আক্তার,মোছা: ইমিমা আক্তার সহ রোভার সদস্যবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচী বিষয়ে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ি জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো: বাবু মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ স্কাউটস প্রাথমিকভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ বৃক্ষ রোপনের সিদ্ধান্ত হাতে নিয়েছে।
বাংলাদেশ স্কাউটস রৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক, আব্দুর রশিদ মিঞা এর সার্বিক দিকনির্দেশনায় বুধবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে প্রায় অর্ধশতাধিক বৃক্ষ রোপন কর্মসূচী পালন করি,আমি আশা রাখি বাংলাদেশ স্কাউটস এর পাশাপাশি সকলে মিলে বৃক্ষ রোপন করে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশের সৌন্দর্য বর্ধনে অংশিদার হবো।