• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

মানিকছড়িতে বিষধর সাপের কামড়ে গৃহবধূ’র মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি) খাগড়াছড়ি: / ১৫২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৫ জুন, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাটনাতলী ইউনিয়নের তিনঘরিয়া পাড়ার আথুই মারমা(৩৫) বিষধর সাপের কামড়ে মৃত্যু বরন করেছেন। গত ৪এপ্রিল রাত পৌনে ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আথুই মারমা এলাকার ক্যজাই মারমার স্ত্রী ও ৩সন্তানের জননী।

নিহতের স্বামী ক্যজাই মারমা জানান, প্রচন্ড গরমে রাতে ঘরে মাটিতে পাটি বিছিয়ে ঘুমানো কিছুক্ষণ পর একটি বিষধর সাপ স্ত্রীর ডান কানে ছোবল দেয়। এর পর বিষক্রিয়া শুরু হলেও এলাকা দুর্গম হওয়ায় যথাসময়ে আহতকে হাসপাতালে নিতে না পারায় ভোর ৪টার দিকে তার মারা হয়! আমার সংসারে ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মানিক ত্রিপুরা জানান, রাতে সাপের কামড়ের খরব পেয়ে ছুঁটে গিয়ে দেখি এলাকাবাসীরা সাপটিকে মেরে ফেলেছে। গভীর রাত ও রাস্তাঘাট খারাপ হওয়ায় তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ফলে বিষক্রিয়ায় ভোর রাতে ৩ সন্তানের জননীর মৃত্যু ঘটে।
এলাকার কার্বারী লাব্রেঅং মারমা বলেন, রাস্তাঘাট খারাপ থাকায় আথুই মারমাকে চিকিৎসা ছাড়াই মৃত্যুবরণ করতে হয়েছে! এখন নিহতের ৩ সন্তানের পড়ালেখাসহ ভবিষ্যৎ অন্ধকার।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ