মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ

সাফল্যের ২ বছর শেষে ৩ তম বছরে দৈনিক পার্বত্য কন্ঠ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবচেয়ে বেশি স্থানীয় সংস্করন নিয়ে "দৈনিক পার্বত্য কন্ঠ" বিশ্লেষন আমাদের, সিদ্ধান্ত আপনার। দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকায় শুন্য পদে সংবাদদাতা নিয়োগ চলছে। আপনার এলাকায় শুন্য পদ রয়েছে কিনা জানতে কল করুনঃ 01647627526 অথবা ইনবক্স করুন আমাদের পেইজে। ভিজিট করুনঃ parbattakantho.com দৈনিক পার্বত্য কন্ঠ। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা আমরা নতুন বাংলাদেশ গড়বো

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই সমাপনী, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রির্পোটারঃ

খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের উদ্যোগে মারমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০এপ্রিল) সন্ধ্যা ৭টায় জেলা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীত পাশে মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সাংগ্রাই উদযাপন কমিটির আহ্বায়ক মংখই মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ (মাহি) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাহিদ হাসান, মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টার, জেলা ডিজিএফআইয়ের সহকারী পরিচালক মো. কাউসার আহমেদ, এস এস ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ সুলতানা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মগ প্রমুখ।

আলোচনা সভায় মাহা সাংগ্রাই উদযাপন কমিটির সদস্য সচিব সাথোয়াইপ্রু চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি হ্লাপ্রু মারমা ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি মারমাদের সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে যে কোন উদ্যোগে পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। আগামীতেও শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কর্তৃক পরিচালিত প্রথম পর্যায়ে ১০টি লাইব্রেরীতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বই উপহার হিসেবে তুলে দেন রিজিয়ন কমান্ডার।

পরে স্থানীয় মারমা শিল্পী ও লারং ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এই পোর্টালের কোনো খেলা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ।
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
iitbazar.com