• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

মঙ্গল কামনায় ফুল ভাসলো মাইনির জলে

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ১৩৯ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা) 

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পুরাতন বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সানন্দের প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু হয়েছে।

তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে মাইনি নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।

বুধবার (১২ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার মাইনি সেতু এলাকায় নদীর ঘাটে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাদের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।

ফুল বিজু উপভোগ করতে মাইনি সেতুর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে এ ফুল বিজু পালনের মধ্যেদিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

মাইনি নদীর জলে ফুল ভাসাতে আসা বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বলেন, আজ আমাদের খুব খুশির দিন। জানি, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন সুখে, শান্তিতে থাকেন এজন্য আমি নদীর জলে ফুল ভাসাই।

বিজু আয়োজক কমিটির লোকদের সাথে কথা বলে জানাযায়, তিনদিন ব্যাপী বিজু উৎসবের আজ প্রথম দিন। বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বিজু উৎস পালন করা হবে বলেও জানান তারা।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ