• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

খাগড়াছড়ি সড়ক বিভাগের ৪২টি সেতু উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপন সরকার,স্টাফ রির্পোটার খাগড়াছড়ি: / ৫২৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

বর্নিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগ কর্তৃক নির্মিত জেলার বিভিন্ন সড়কে ১৮৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ৪২টি পাকা সেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭নভেম্বর ২০২২ইং)সকাল সাড়ে ১০টার দিকে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে সারাদেশের ১শ’টি সেতুর সঙ্গে খাগড়াছড়ি সড়ক বিভাগের ৪২টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খাগড়াছড়ি জেলার ৪২টি সেতুর মধ্যে খাগড়াছড়ি জেলা সদরে ৯টি, দীঘিনালায় ৫টি, পানছড়িতে ১০টি, মহালছড়িতে ৫টি, লক্ষ্মীছড়িতে ৪টি, মাটিরাঙ্গায় ৩টি, গুইমারায় ২টি, রামগড়ে ২টি, মানিকছড়ি ১টি ও রাঙ্গামাটির বাঘাইছড়ি ১টি সেতু এই প্রকল্পের আওতায় আনা হয়েছ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য গর্বের। জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে আকাঙ্খা নিয়ে দেশকে স্বাধীন করেছেন আমরা সে স্বপ্ন পুরন করতে কাজ করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সাশ্রয়ী ও মিতব্যায়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজেদের সঞ্চয় বাড়াতে হবে। শত সেতু উদ্বোধনকে ঐতিহাসিক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশের উন্নয়নই আমাদের লক্ষ্য। এ সেতুগুলো নির্মানের মাধ্যমে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছে। সেতুগুলো উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি পাবে। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক র্ফোসের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো:কামাল মামুন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস- চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মৃদুময় চাকমা, খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা,সহ বিভিন্ন সরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি,ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ