• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

মাসিক সভায় ইউপি চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষনা করে জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতাদের সভাস্থল ত্যাগ

স্টাফ রির্পোটারঃ / ৭৬৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালে সোমবার সকালে তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াকে অবাঞ্ছিত ঘোষনা করে সভাস্থল ত্যাগ করেন তার সহকর্মী উপজেলার অপর ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। সকাল ১০টায় পূর্ব নির্ধারিত সময়ে উপজেলার হল রুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃংখলা সভায় একে একে সকল চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ জনপ্রতিনিরা উপস্থিত হন। এসময় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া সভাস্থলে উপস্থিত হলে, তার বিরুদ্ধে খুন, মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করা, সরকারি কাজে বাঁধা সহ নানা অনিয়মের অভিযোগ তুলে মাটিরাঙ্গা, বেলছড়ি, গোমতি, আমতলী, বড়নাল, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ চেয়ারম্যানগন আবুল কাশেম ভুইয়াকে অবাঞ্ছিত ঘোষনা করে মাসিক আইন শৃঙ্খলা সভা বর্জন করে সভাস্থল থেকে একযুগে বের হয়ে যায়।

পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব অধিকাংশ চেয়ারম্যান সভা বর্জন করায় আইন শৃঙ্খলা সভা স্থগিত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা প্রমুখ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ