• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবস উপলক্ষ্যে পলাশপুর জোনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক: / ৩২৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা সেক্টরের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি’র উদ্যােগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার উদ্ভোধন করেন পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি,র ক্রীড়াঙ্গন মাঠে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,জোন অধিনায়ক লে:কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি’র মিসেজ মাহফুজা সালাহউদ্দিন লিমা, কণ্যা সৈয়দা জান্নাতুল ফেরদৌস ঐশ্বর্য,খেদাছড়া ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন স্বস্ত্রীক, সুবেদার মেজর গোলাম মোহাম্মদ, প্রধান সহকারী মোঃ জাহিদুল ইসলাম, নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ,গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ সময় মাটিরাঙ্গা খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির শিল্পীগোষ্ঠী কতৃক, দলীয় ত্রিপুরা নৃত্য, চাকমা, আসাম ও মারমা নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও বিজিবি’র নিজস্ব শিল্পীগন বিভিন্ন গান ও কৌতুক পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি ৯ঃ৩০ এ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ