• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে পটিয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

পটিয়া প্রতিনিধি: / ১৩২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

চতুর্থধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় প্রতীক ‘নৌকা’ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। বুধবার
দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় প্রায় একঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। ফলে দূরপাল্লার গাড়ির যাত্রীরা দুর্ভোগের শিকার হন।

মূলত চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে আওয়ামীলীগের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা এক পর্যায়ে রাস্তা ব্যারিকেড দিয়ে টায়ার জ্বালিয়ে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম বাচ্চুর মনোনয়ন বাতিল দাবি করেন।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড উপজেলার ১৭ ইউনিয়নের নৌকার প্রার্থীর নাম ঘোষনা করে। এতে ভাটিখাইনে মো. বখতিয়ার, বড়লিয়ায় শাহীনুল ইসলাম শানু, কেলিশহরে সরোজ কান্তি সেন, দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম, কচুয়াইয়ে এসএম ইনজামুল হক, ছনহরা ইউনিয়নে মোহাম্মদ শামসুল আলম, শোভনদন্ডীতে মো. এহসানুল হক, ধলঘাটে রনবীর ঘোষ টুটুন, হাইদগাঁওতে মোহাম্মদ ফয়সাল, খরনায় মাহবুবুর রহমান, হাবিলাসদ্বীপে ফৌজুল কবির, কুসুমপুরায় মোহাম্মদ ইব্রাহিম বাচ্চু, জিরিতে আমিনুল ইসলাম খাঁন, কাশিয়াইশে আবুল কাসেম, আশিয়ায় এমএ হাশেম, জঙ্গলখাইনে গাজী ইদ্রিস, কোলাগাঁও ইউনিয়নে আহমদ নূরকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কুসুমপুরা ইউপির ইব্রাহিম বাচ্চু দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত না
থাকার ইস্যুতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীররা এ বিক্ষোভ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাধাই চন্দ্র নাথ, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল কাসেম আকাশ, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম নুরু, আমজাদ হোসেন বাদশা, লোকমান, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সরওয়ার, সাধারণ সম্পাদক আবু তৈয়ব। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকবৃন্দ স্থানীয়রা সমাবেশে যোগ দেন।

বক্তারা বলেন, আসন্ন কুসুমপুরা ইউপি নির্বাচনে ইব্রাহিম বাচ্চু নাম ঘোষনা করা হলেও সে দলের সঙ্গে সম্পৃক্ত নন। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে
সে নির্বাচিত হলেও পরবর্তীতে দলের নেতাকর্মীদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক রাখেননি। দলের স্বার্থে তার কোন ভুমিকা ছিল না। দ্রুত এই মনোনয়ন বাতিল করে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নূর উর রশিদ চৌধুরীকে নৌকা
প্রতীক বরাদ্দ দেওয়ার দাবি জানান। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম বাচ্চু জানান, পটিয়া উপজেলা আওয়ামীলীগ,দক্ষিণ জেলা আওয়ামীলীগ, জাতীয় সংসদের হুইপ ও দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখেছেন। যার কারণে আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। আমি আসন্ন ইউপি নির্বাচনে ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ