• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে: / ৭০৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২০ মার্চ, ২০২১

আট আনায় জীবনের আলো কেনা , এই স্লোগানের মধ্য দিয়ে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শনিবার সকাল থেকে গ্রন্থমেলা শুরু হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জ্ঞানের আলো ট্রাস্ট এ মেলার আয়োজক। উপলক্ষে
সকালে প্রধান অতিথি থেকে এ শুভসূচনা ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার (রাজস্ব) হেলাল উদ্দিন মাহমুদ শরীফ।
জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ আলী, বিসমিল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক রিজভী জামান, শওকত আলী জাহিদ, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম কাজল, নজরুল ইসলাম, প্রমূখ।
সভায় বক্তারা নিয়মিত বই পড়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা একই সাথে স্বাস্থ্যবিধি মেনে বইমেলা আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন আমাদের বই পড়ার দিকে মনোযোগ দিতে হবে। এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে বই পড়ায় উৎসাহ পায় সেদিকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর উত্তম শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ , ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান , আওয়ামীলীগ নেত্রী আইভি মাসুদ, ফরিদপুর পৌরসভা ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত।
পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
এই মেলাতে মোট ৩০ টি স্টল অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ