• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শশীভূষণে ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন!

চরফ্যাসন প্রতিনিধি: / ২২৪ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

চরফ‍্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন করেন শশীভূষণ যুবলীগের আহ্বায়ক ফারুখ জুয়েল ও যুগ্ম আহ্বায়ক মো.কামরুল হাসান।

নবগঠিত কমিটিতে মো.আল আমিন পাটওয়ারীকে সভাপতি ও মো.হাছনাত মিজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মো.মুছা কালিমুল্লাহ, সহ-সভাপতি মো. রিটু হাওলাদার.মো.মামুন পাটোয়ারী মো.জয়নাল মাতাব্বর মো.আশরাফুল আলম সোহেল মো. শাহবুদ্দিন মিয়া মো. নাজিম উদ্দিন মো. ইকবাল হোসেন, মো.ইমরান হোসেন মো.ছাহেদ পন্ডিত মো, শাহে আলম মুরাদ মো, মনির শিকদার মো,মো, তুহিন পাটোয়ারী ও মো.কামরুল মিয়া , ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো.আশরাফুল আলম রুবেল,
মো.আরিফুল ইসলাম, ও মো. রাসেল শাহ দোলন মো. সবুজ দালাল মো. হান্নান মাতাব্বর মো.আবু ছাহেদ, ১নম্বর সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মাহাজন, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন শীল মো. আঃ রহমান শিপন মো. বাহার পাটোয়ারী ও মো,বাকি বিল্লাহ.দপ্তর সম্পাদক মো. নিজাম উদ্দিন , অর্থ সম্পাদক মো. রাসেল হাওলাদার , ত্রাণ সম্পাদক মো,আঃ ছাওার সমাজকল্যাণ সম্পাদক ,মো.প্রিন্স হাওলাদার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো, রিয়াজ উদ্দিন,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রাসেল বন্দুকসী, কৃষি ও সমবায় সম্পাদক মো. রিপন মাঝি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম জামাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাসেল মুন্সী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. রাজীব পাটোয়ারী , মহিলা বিষয়ক সম্পাদক মোছা. নুর নাহার বেগম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রায়হান মজিদ, উপ-দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন রনি, আইন বিষয়ক সম্পাদক মো.নুরুল্লাহ,বন ও পরিবেশ সম্পাদক মো.কামরুল পাটোয়ারী সহ-সম্পাদক মো. রুবেল , মো. দুলাল রাড়ী, মো. ইকবাল হাজারী , মো. মিঠু শিকদার, মো. মিজান হাওলাদার , মো. আইয়ুব আলী মাহাজন মো.জুয়েল রানা মো.বাখের হোসেন মো. লোকমান ও মো. আলাউদ্দিন পাটোয়ারী। কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন, জাকির তালুকদার.খোকন, নাজিম উদ্দিন , রিয়াজ পাটোয়ারী , রাসেল , আঃরহিম, মহিন দর্জি, নুর উদ্দিন, কবির , আঃমালেক পাটোয়ারী , বাহাউদ্দিন হাওলাদার , রাজিব, সোহাগ , ইউসুফ , মনির হোসেন , শাহে আলম, সাইফুল ইসলাম , কামরুল ইসলাম , বিল্লাল , সাদ্দাম সিকদার আব্বাস আলী, মালেক জমাদার বাবুল রানা হোসেন,হোসেন,সাহাবুদ্দিন, ছলেমান,বাপ্পি,নাজিম,সফি পন্ডিত,ইয়কুব আলী,সোয়াগ ব‍্যাপরী.জিয়া উদ্দিন,জামাল.আব্বাস.রাসেল.সোহেল.মনির.মিরাজ মিয়া.আতাউর রহমান, শহিদ, মুজিবুর, জয়নাল, জসিম উদ্দিন, সেলিম ও মোস্তফা। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কমিটি পেয়ে আমরা খুবই আনন্দিত। এর জন্য আমরা ভোলা -৪ (চরফ‍্যাসন-মনপুরা) আসনের সাংসদ সদস্য ও যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ‍্যাকব এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদাই কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ