• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে যুবদল নেতা দিনে হামলার শিকার, রাতে গ্রেফতার!

আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি : / ১৮৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়াকে বৃহস্পতিবার দুপুরে মুকন্দগাঁতী দোকান থেকে বাড়ী ফেরার পথে চন্দনগাঁতী বসুন্ধরায় পৌছিলে ভ্যান থেকে নামিয়ে বাটাম ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে। আবার ঐদিন ২৬শে অক্টোবর বৃহস্পতিবার রাতেই হামলার শিকার গুরুতর আহত যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবদলনেতা গোলাম কিবরিয়া বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন চন্দনগাঁতী গ্রামের মো: আসমত আলীর ছেলে।

বিএনপি নেতা কর্মীরা জানান, বিনা কারনে আওয়ামীলীগের নেতা কর্মীরা আমাদের অন্যায় ভাবে অত্যাচার জুলুম নির্যাতন করে তারাই আবার মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়। তাদের মিথ্যা মামলার কারনে আমাদের প্রায়ই থাকতে হয় কোর্ট – আদালতে আর রাতে থাকতে হয় বন জঙ্গলে। আমরা পরিবার ও ছেলে সন্তান নিয়ে বাড়িতে ঘুমাতে পারিনা। বাড়িতে থাকলেই গ্রেফতার হতে হয়। এরই বাস্তব চিত্র বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া তাদের ধারা হামলার শিকার হওয়ার কারনে হাসপাতালে গিয়ে ভাল ডাক্তার দিয়ে চিকিৎসাও হতে পারেনি, কারন হামলার সময় তাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। আর এজন্যই গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা নেয় গোলাম কিবরিয়া। আর এমতাবস্থায় অসুস্থ জখমকৃত শরীর নিয়ে পালাতে পারেনি কিবরিয়া তাই রাতেই হতে হয় গ্রেফতার।

গোলাম কিবরিয়ার ছোট ভাই কামাল হোসেন জানান, আমার ভাই কিবরিয়া দোকান থেকে বাড়ি ফেরার পথে আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা কর্মীর ধারা হামলার শিকার হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে গ্রামীণ ডাক্তার দিয়ে চিকিৎসা করি। চিকিৎসা দিতেই রাত হয়ে যায়। আলোচনা সাপেক্ষে পরেরদিন থানায় অভিযোগ করার সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু আমার অসুস্থ জখমকৃত ভাই কে রাত দুইটার সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান, গোলাম কিবরিয়া তদন্ত প্রাপ্ত বিস্ফোরক মামলার আসামি। এই মামলায় তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে আজ শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে মারপিটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সে হামলার শিকার হয়েছে বা তাকে মারপিট করেছে এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি, তবে পরে লোকমুখে জানতে পেরেছি সে হামলার শিকার হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ