• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক(ঢাকা): / ৩৬৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

চলতি বছরের ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমন সম্ভাবনার কথা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের রুটিনের দায়িত্বে থাকা প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে, বিভিন্ন বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কয়েকটি বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। এসএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্বপরিচয় আর এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কে বাদ দিয়ে পরীক্ষা নেয়ার সুপারিশ করা হয় ওই সভায়।

এছাড়া ব্যবহারিক নেই এমন বিষয়গুলোতে সৃজনশীল ৪০ ও এমসিকিউ ১৫, মোট ৫৫ নম্বরের পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেসব বিষয়ে সৃজনশীল ৩০ ও এমসিকিউ ১৫ মিলিয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা নেয়া হতে পারে।

প্রসঙ্গত, গত বছরের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষাও সব বিষয়ের ওপর হয়নি। অন্যান্য আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের শুধু গ্রুপভিত্তিক বিষয়ের ওপর সময় ও নম্বর কমিয়ে এ পরীক্ষা হয়। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেয়া হয়।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ