খাগড়াছড়ি জেলার রামগড়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে ৪৩ বিজিবির উদ্যোগে জোন সদর দপ্তর এলাকাতে মোট ৫০টি গরীব,দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ আগস্ট ২০২২(সোমবার ) সকাল ৯ টার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃহাফিজুর রহমান।
জোন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কালে জোন কমান্ডার লেঃ কর্ণেল হাফিজুর রহমান বলেন আজ জাতীয় শোক দিবস আর দিবসটি উপলক্ষ্যে রামগড় ৪৩ বিজিবির জোন এলাকার পাশে বসবাসরত অসহায়,দুস্থ,হতদরিদ্র প্রায় ৫০টি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি, এসময় তিনি আরো জানান শান্তি,সম্প্রতি উন্নয়ন ও সীমান্ত সু-রক্ষার পাশাপাশি সর্বদা মানবজাতির সেবায় নিয়জিত রামগড় ৪৩ বিজিবি।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম, উপ-পরিচালক(এডি)রাজু আহমেদ সহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। উল্লেখিত খাদ্য সামগ্রী চাল ৫কেজি,আলু৫কেজি,তৈল ১ লিটার,চিনি ১কেজি,ডাল১কেজি, মোট বস্তা (৫০)।
এম/এস