হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
সোমবার (১৫ আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে শোক সভায় অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতীব হাফেজ মো. হারুনুর রশীদ।
দোয়া মাহফিল শেষে মাটিরাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অংশগ্রহণে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দিন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে শোক সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব এর পরিচালনায় শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. হাসানুল ইসলাম।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরে সভায় বক্তারা বলেন, একজন বঙ্গবন্ধুর ডাকেই আমরা স¦াধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনাকে জাতির সাথে প্রতারণা উল্লেখ করে তারা বলেন, দেশের একজন কর্মচারী কি করে স্বাধীনতার ঘোষনা দিতে পারে। জাতির পিতা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন মন্তব্য করে তারা বলেন, পিতা বাংলার মানুষের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ সে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
এসময় বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ রাজু, সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক মো. আবু রাসেল সুমন ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম/এস