জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টর এবং গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের উদ্যোগে হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা এবং বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সকালে বিজিবি সেক্টর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবদুল মালেক। এসময় সেক্টরের জি.এস.ও.টু মেজর রাশেদ মাহমুদ, গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাফিস ইসলাম’সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তাগন ও জোয়ানরা উপস্থিত ছিলেন।
পরে স্থনীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরন করেন গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের ডাক্টার মেজর উম্মে হাবিবা।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি গুইমারা সেক্টরের আওতাধীন বিভিন্ন জোন সদরে গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করেছে পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যরা
এম/এস