• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

যৌর্থ অভিযানে পরিছন্ন হলো কলেজ ক্যাম্পাস

প্রতিনিধির নাম / ৩১৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

পরিছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে পরিস্কার ও পরিচ্ছন্নতার বার্তা শিক্ষার্থীদের মাঝে পৌছে দিতে পরিছন্নতার যৌথ অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন দীঘিনালা ইউনিট ও দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউট সদস্যরা।

১১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করা হয়। বিডি ক্লিন ও রোভার স্কাউটের যৌর্থ পরিছন্নতার অভিযান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিছন্নতার অভিযান উদ্বোধন করেন অত্র কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক ও অত্র কলেজের প্রভাষক মোহাম্মদ দুলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন, গার্ল ইন রোভার আরএসএল প্রভাষক ফ্লোরিতা চাকমা, বিডি ক্লিন দীঘিনালা ইউনিটের উপ-সমন্বয়ক মো. মহাসিন মিয়া প্রমূখ।

এসময় বিডি ক্লিন দীঘিনালা ইউনিট ও রোভার স্কাউটের প্রায় ৫০ জন সেচ্ছাসেবী সদস্যরা যৌর্থভাবে কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছনার অভিযান পরিচালনার মাধ্যমে পরিছন্নতার বার্তা সকলের কাছে পৌঁছে দেন।

এসময় অত্র কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা বলেন, পরিস্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া পরিছন্ন বাংলাদেশ গড়তে হলে আমাদের যেমনি নিজে থেকে পরিছন্ন থাকতে হবে, তেমনি সকলের মাঝে পরিছন্নতার বার্তা পৌঁছে দিতে হবে। তারই ন্যায় বিডি ক্লিন দীঘিনালা ইউনিট ও কলেজ রোভার স্কাউটের যৌর্থ অভিযানে পরিছন্ন হয়েছে কলেজ ক্যাম্পাস। এই পরিছন্নতার অভিযান পরিচালনার মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের মাঝেও পরিছন্নতার বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ