এস চৌধুরী, কাপ্তাই, রাঙ্গামাটি
পার্বত্যজেলা রাঙ্গামাটির অপরুপ সৌন্দর্যের রাণী রুপসী কাপ্তাইয়ের লোক সংখ্যা প্রায় ৩০ হাজার।শিক্ষা প্রশারের জন্য রয়েছে স্কুল, কলেজ ও ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়।
কাপ্তাই উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে গিয়েছে চীর তরুণী কর্ণফুলি।রয়েছে সু উচ্ছ সীতার পাহাড়। এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যের রাণী কাপ্তাই। অথচ এই কাপ্তাইয়ের এর উপজেলা সদরে নেই জরুরী মূহুর্তে অগ্নি নির্বাপন এর জন্য নেই কোন ফায়ার ব্রিগেড। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে ফায়ার বিগ্রেড থাকিলেও তাহা প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।
কাপ্তাই জেটিঘাট এলাকায় প্রকৌশল একাডেমির পার্শ্বে স্হাপিত ৩৩/১১ কেভি সাবস্টেশন হইতে ২৫ কিলোমিটার বিস্তৃত ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন দিয়ে উপজেলা সদর সহ আশ পাশ এলাকায় নিয়ন্ত্রণ বিহীন বিদ্যুৎসরবরাহ করা হইয়াছে।
বর্তমানে সময়ের দাবী উঠেছে উপজেলা সদরে এই সব জরুরী সেবা আধুনিকায়নের।ফায়ার বিগ্রেডের একটা সাব সেন্টার ও বড়ইছড়ি ১১ কেভি বিদ্যুৎ লাইনকে নবায়ন সহ সাবস্টেশন স্হাপনের।