• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএম এ পানি সরবরাহ বন্ধ বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন কাপ্তাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন রামগড়ে তথ্য গোপন করার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার মনোনয়ন পত্র বাতিল লামায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ ইউপি সদস্যদের অনাস্থা

দীঘিনালায় ২০২১-২২ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ইউএনও ফাহমিদা মুস্তফা

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ২৪৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সরকারি অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সেবা, কর্মদক্ষতা ও মানবিক গুণাবলী অর্জন করছেন এই দক্ষ নারী কর্মকর্তা। সংশ্লিষ্টদের মতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শুধু তাই নয়, একজন নারী ও মা হিসেবে এ অর্জন সকল নারীদের অনুপ্রেরণা বলে মনে করেন তাঁরা। শিক্ষক পিতার কন্যা প্রশাসনিক কর্মকর্তা ফাহমিদা মুস্তফা ২ সন্তানের জননী বলে জানা যায়।

শুধু তাই নয়, উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের শুরু থেকেই সরকারি দায়িত্ব ও নিজের সংসারের পাশাপাশি ফাহমিদা মুস্তফা অবৈধভাবে পাহাড় কাটা, বাল্যবিবাহ, বালু উত্তোলন, কৃষিজমির মাটি কাটা, সামাজিক ব্যাধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জটিল কোনো অভিযোগ পেলেই তার উপর অর্পিত দায়িত্ব পালনে পিছপা হননি এই দক্ষ নারী কর্মকর্তা।

তাছাড়া মুজিববর্ষের উপহার গৃহহীন পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ঘর উপকার ভোগীদের হাতে পৌছাতে ছুটে চলেছেন দূর্গম পাহাড়, ঝিরি ও খালবিল পারি দিয়ে। অতঃপর কৃতিত্বের সাথে একজন নারী কর্মকর্তা হিসেবে অর্জন করেছেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ