শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে তেজস্বী বীর লংগদু এর আয়োজনে জোন কাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩জুলাই বিকাল ৪.০০ঘটিকায় লংগদু শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লংগদু একাদশ বনাম খেদারমারা একাদশ এর মধ্যে ঝাকঝমক ভাবে মেসটি অনুষ্ঠিত হয়েছে। ৯০ মিনিটের খেলায় ৩-০ গোলে লংগদু একাদশ হারিয়ে খেদামরা একাদশ চ্যাম্পিয়ান। রানার্স আপ অর্জন করেছে লংগদু একাদশ। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় খেদারমারা ইউপি একাদশের খেলোয়ার এলপন চাকমা, ফাইনাল ম্যাচটি মাটি ছিল কানায় কানায় ভরা। সম্প্রীতির এ খেলাটি দেখার জন্য হাজার হাজার ফুটবল প্রেমিরা উপভোগ করতে চলে আসেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল ইসলাম পিএসসি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলাধুলা সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে, ভবিষ্যতে আরো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে, তবে সমাজে মাদক, জুয়াসহ সকল অপরাধ মূলক করার্যক্রম থেকে ফিরে আসতে হবে। তিনি আরো বলেন চাঁদাবাজি, খুন, অপহরণ ধর্ষনসহ যেকোন অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জোন কমান্ডার আরো বলেন কেউ অর্থের অভাবে চাঁদাবাজি করলে আমাদের কাছে আসুন প্রয়োজনে চাকরির ব্যবস্থা করে দেব। তিনি চাঁদাবাজি ছেড়ে ভালো পথে ফিরে আসার আহবান জানান। অন্যথায় কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দেন।
এতে আরো উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রিয়াজ আহমেদ পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য আসমা আলম আখি, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু,উপজেলা প্রকৌশলী ড. মোঃ জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, খেদারমারা ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল,কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
শেষ চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের খেলোয়াড়দের ট্রফি এবং চ্যাম্পিয়ান দলকে পঁচিশ হাজার টাকা এবং রানার্সআপ দলকে পনেরো হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।
এম/এস