ডেস্ক নিউজঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাপাড়ার মোদি দোকানদার সৃষ্টি ত্রিপুরাকে (৩৬) অপহরণ করা হয়েছে। তার পিতার নাম অলংগ্য ত্রিপুরা।
মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছেন সৃষ্টি ত্রিপুরার স্ত্রী রিতা ত্রিপুরা। তবে কারা তাকে অপহরণ করতে পারেন, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
এদিকে পিতা অলংগ্য ত্রিপুরা তার ছেলে নিখোঁজ বলে গুইমারা থানায় অভিযোগ দায়ের করেছেন।
গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করা হয়েছে। বিষয়টি অপহরণ নাকি নিখোঁজ, তদন্তের পর বলা যাবে এবং তাকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।